কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাপরিদর্শকের কার্যালয়, ময়মনসিংহের অধিক্ষেত্রাধীন এলাকার কারখানাসমূহে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা পর্যক্ষেণার্থে কার্যালয়ের পরিদর্শকগণ কর্তৃক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের (বিশেষ পরিদর্শন) অংশ হিসেবে ০৬ এপ্রিল ২০২১ তারিখে ময়মনসিংহের বিসিক শিল্প নগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন করা হয়। বিসিকের কারখানাগুলোতে শ্রমিক সংখ্যা তুলনামূলভাবে কম। শ্রমিকদের মধ্যেও স্বাস্থ্য সচেতনা তৈরী হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস ও মানসিকতা তৈরী হয়েছে বলে পরিদর্শনকালে মনে হয়েছে। পরিদর্শিত প্রতিটি কারখানার অভ্যন্তরেই স্বাস্থ্যবিধি মেনে চলে সকলকে কাজ করতে দেখা যায়। ভবিষ্যতেও স্বাস্থবিধি মেনে চলতে পরামর্শ প্রদান করা হয়।
শিল্প কারখানার মালিক-শ্রমিকসহ সকলেই সরকারি নির্দেশনা প্রতিপালন ও নাগরিক দায়িত্ব পালন করলে শিল্প কারখানা পর্যায়ে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধ সম্ভব। সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রীপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দপ্তরের নির্দেশ প্রতিপালন করতে অনুরোধ করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS