Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Workshop
Details

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মীদের অধিকার সুরক্ষার অঙ্গীকার
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
২০২১ সালের মধ্যেই দেশ ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত হবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃমজিবুল হক, এমপি। জেলা প্রশাসক, নেত্রকোণা এর সম্মেলন কক্ষে "ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫" বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।

২২ জুলাই ২০১৮, রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে নেত্রকোণা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ এর যৌথ সহযোগিতায় আয়োজিত উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব আরিফ খান জয়, এমপি এবং আফরোজা খান, মাননীয় সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মোঃ সামছুজ্জামান ভূইয়া, মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর; জনাব খোন্দকার মোস্তান হোসেন, অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রধান অতিথি গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। অনেক শিক্ষিত ও সুশীল বলে পরিচিত ব্যক্তিদের ঘরে গৃহকর্মী নির্যাতনের উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইন প্রয়োগ অপেক্ষা মানবিক মূল্যবোধ সম্পন্ন দায়িত্বশীল সমাজ সৃষ্টি করা বেশি জরুরী। প্রতিটি ঘরে গৃহকর্মীরা যেন নিরাপদে কাজ করতে পারে তা নিশ্চিত করতে তিনি সকলের প্রতি আহবান জানান।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ সামছুজ্জামান ভূইয়া শ্রম আইন বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহবান জানান এবং এ বিষয়ে কর্মশালায় উপস্থিত সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিবৃন্দের সহযোগিতা কামনা করেন।

কর্মশালার একপর্যায়ে মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে দুস্থ ও অসহায় শ্রমিকদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

কর্মশালা শেষে অতিথিদেরকে ওয়ার্ল্ড ভিশন, নেত্রকোণা এর শিশু পরিবারের সদস্যরা নিজেদের অাঁকা ছবি উপহার দেন।

Attachment
Images
Attachments
Publish Date
22/07/2018
Archieve Date
22/07/2019