কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, ময়মনসিংহে দুইদিন ব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দাপ্তরিক কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের উদ্দেশ্যে নতুন বছরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সবগুলো জেলা কার্যালয়ের দাপ্তরিক কাজকর্ম ই-ফাইলিংয়ের মাধ্যমে সম্পন্ন হবে। আগামী ২০১৯ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (a2i) প্রকল্পের লাইভ সার্ভারের সাথে এ অধিদপ্তরের জেলা কার্যালয়সমূহ সম্পৃক্ত হতে যাচ্ছে। ই-ফাইলিং কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক জেলা কার্যালয়সমূহে এ সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপমহাপরিদর্শকের কার্যালয়, ময়মনসিংহে দুই দিনের ই-নথি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপমহাপরিদর্শক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ১৭ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কার্যালয়ের সকল কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) জনাব মোহাম্মদ মোকছেদুল হাসান প্রশিক্ষণার্থীগণকে ই-ফাইলিং সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগীতা করেন জনাব আহমাদ মাসুদ, সহকারী মহাপরিদর্শক (সাধারণ), জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব, শ্রম পরিদর্শক (সাধারণ) এবং জনাব মো: আমিরুল ইসলাম, শ্রম পরিদর্শক (সাধারণ)। প্রশিক্ষণ আয়োজন ও সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য উপমহাপরিদর্শক মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS