Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
13 (thirteen) representatives of pharmaceutical companies (Pharea) held a stakeholder meeting on labor law.
Details

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,উপমহাপরিদর্শকের কার্যালয়,ময়মনসিংহের সম্মেলন কক্ষে উপমহাপরিদর্শক মহোদয়ের সভাপতিত্বে অদ্য ১৩-১০-২০২২ খ্রিঃ তারিখে  ১৩ (তেরো) টি ফার্মাসিউটিক্যালস  কোম্পানির প্রতিনিধি (Pharea) নিয়ে শ্রম আইন বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বাংলাদেশ শ্রম আইন বাস্তবায়নে উপমহাপরিদর্শক মহোদয়ের সহায়তা প্রত্যাশা করেন ও শ্রম আইনের বিধানাবলী বাস্তবায়নে জোর ভূমিকা রাখার আহ্বান জানান। উপমহাপরিদর্শক মহোদয় সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন ও অভিযোগ নিষ্পন্নকরণে দ্রুত ব্যবস্থা নেয়ার বিষয়টি তুলে ধরেন ও শ্রম আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ‍উপমহাপরিদর্শকের কার্যালয় এর ওয়েব সাইট, ই-মেইল এড্রেস ও অভিযোগের হটলাইন নাম্বার ১৬৩৫৭ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশীজন সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। উক্ত অংশীজনের সভায় (Pharea) কেন্দ্রীয় কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
13/10/2022
Archieve Date
13/10/2022