অদ্য ০৩.০৭.২০২৪ ইং তারিখে মান্যবর বিভাগীয় কমিশনার,ময়মনসিংহ জনাব উম্মে সালমা তানজিয়া মহোদয়ের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ ও সদস্য সচিব, বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ, ময়মনসিংহ জনাব আহমাদ মাসুদ।
উক্ত সভায় উপমহাপরিদর্শক ও সদস্য সচিব, বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ, ময়মনসিংহ জনাব আহমাদ মাসুদ বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ৯ম সভার কার্যক্রম উপস্থাপন করেন। সভায় সরকারের এসডিজি লক্ষ্য ৮.৭.১ মাঠপর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকরী আলোচনা করা হয় এবং সভাপতি মহোদয় প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব অনুসারে শিশুশ্রম বন্ধ করার লক্ষ্যে ভিন্ন ভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক পরবর্তী সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে আমরা যদি দেশকে ভালোবেসে, দেশের কল্যাণে নিজ নিজ দায়িত্ব পরিপূর্ণ ভাবে পালন করি তবে অবশ্যই শিশুশ্রম বন্ধে কাংখিত লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS