কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররের যুগ্মসচিব জনাব মিনা মাসুদ উজ্জামান গত ০৭-১০-২০২২ খ্রিঃ তারিখ হতে ০৯-১০-২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত ময়মনসিংহ জেলার নিম্নোক্ত কারখানাসমূহ ও অফিস পরিদর্শন করেন।
১। এনভয় টেক্সটাইল লিঃ, ভালুকা,ময়মনসিংহ ।
২। স্কয়ার ফ্যাশন লিঃ,ভালুকা,ময়মনসিংহ ।
৩। মূলতাজিম স্পিনিং মিল লিমিটেড,ভালুকা,ময়মনসিংহ ।
৪। সুনিভার্স ফুটওয়্যার লিঃ ,ভালুকা,ময়মনসিংহ ।
৫। তাওফিকা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ (লাভেলো), ভালুকা,ময়মনসিংহ ।
৬। তাকওয়া মার্কেটিং নেটওয়ার্ক,বিসিক,ময়মনসিংহ।
কারখানাসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত মহাপরিদর্শক মহোদয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান করেন। অগ্নি নির্বাপনে ঝুঁকি নিরুপনে কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। ০৯-১০-২০২২ খ্রিঃ তারিখে উপমহাপরিদর্শকের কার্যালয় মযমনসিংহ পরিদর্শন করেন। অফিসের সকল কর্মকর্তাদের সাথে সভা করেন এবং সভায় নির্দেশনা প্রদান করেন। কারখানার বিভিন্ন নথি এবং অফিসের নথি নিরীক্ষা করেন। দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন । তথ্য অধিকার পুরস্কার ২০২২ প্রাপ্ত হওয়ায় তিনি অফিসের সকলকে অভিনন্দন জানান। উপমহাপরিদর্শকের কার্যালয় চত্বরে তিনি ০২ (দুই) টি ওষুধি বৃক্ষ রোপণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS