বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ জনাব জি. এম. সালেহ উদ্দিন এর সভাপতিত্বে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ, ময়মনসিংহ এর ২য় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি বিদ্যালয় হতে শিক্ষার বিভিন্ন পর্যায়ে ঝরে পড়া শিশুদের তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশ প্রদান করেন।
সরকার নির্ধারিত ৩৮ সেক্টরের মধ্যে ৪ টি সেক্টর (অটোমোবাইল ওয়ার্কশ, ওয়েল্ডিং, পরিবহন ও নির্মাণ) -কে বিশেষ গুরুত্ব প্রদান করে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে অনুরোধ জানান। ভবিষ্যতে বিভিন্ন ঝুঁকিপূর্ণ সেক্টর হতে চিকিৎসা নিতে আসা শ্রমজীবী শিশুদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে সার্বিক সহযোগীতার বিষয়ে পরিচালক, বিভাগীয় স্বাস্হ্য, ময়মনসিংহ কে অনুরোধ করেন। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, ২০১৯ আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে সকলকে আহবান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস