শিরোনাম
অর্থ সহায়তা পেলো সেই নির্যাতিত গৃহকর্মী মোছাঃ বেগম
বিস্তারিত
ঢাকায় গৃহকর্ত্রী কর্তৃক নির্যাতিত মোছাঃ বেগম চিকিৎসার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল হতে নগদ ৫০ (পঞ্চাশ) হাজার টাকার অর্থ সহায়তা পেলো। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাওলের চর গ্রামের পিতৃহীন- স্বামী পরিত্যাক্ত- দরিদ্র-অসহায় বেগম তার প্রতিবেশী মোছা: ফাতেমা খাতুন (৫০) এর সাথে কয়েকমাস আগে জীবিকার সন্ধানে ঢাকায় যায়। সেখানে সে তার গৃহকর্ত্রী কর্তৃক পৈশাচিক নির্যাতনের শিকার হন। একেবারে মরণাপন্ন অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২১ আগস্ট তারিখে কালের কন্ঠ পত্রিকায় এ বিষয়ে ছাপা হওয়া প্রতিবেদনটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর মহাপরিদর্শক জনাব মোঃ সামছুজ্জামান ভূইয়া (অতিরিক্ত সচিব) এর নজরে আসলে তিনি বিষয়টি দ্রূততার সাথে তদন্তের জন্য উপমহাপরিদর্শকের কার্যালয়, ময়মনসিংহের উপমহাপরিদর্শক জনাব বুলবুল আহমেদকে নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে উক্ত দপ্তর হতে স্বল্পতম সময়ে তদন্ত করে আর্থিক সহায়তার সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এরই পরিপ্রেক্ষিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে গৃহকর্মী মোছা: বেগমের চিকিৎসার জন্য নগদ ৫০ (পঞ্চাশ) হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। আজ (০৮.০৯.২০১৮ খ্রি:) ময়মনসিংহ বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মাহমুদ হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত মোছাঃ বেগমের নিকট এ টাকা হস্তান্তর করেন। এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: লক্ষ্মী নারায়ণ মজুমদার, সিভিল সার্জন ডা: এ. কে. এম. আব্দুর রব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জনাব বুলবুল আহমেদ, জনাব আহমাদ মাসুদ (সহকারী মহাপরিদর্শক), জনাব সানতাজ বিল্লাহ (সহকারী মহাপরিদর্শক), জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব (শ্রম পরিদর্শক), জনাব মুহাম্মদ আবুল হাশেম (শ্রম পরিদর্শক), জনাব মুহাম্মদ মোকছেদুল হাসান (শ্রম পরিদর্শক), জনাব মো: আব্দুল্লাহ আল মামুন (শ্রম পরিদর্শক), জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ নারী ফোরামের সভাপতি সৈয়দা সেলিমা আজাদ এবং কালের কন্ঠের প্রতিনিধি নিয়ামুল কবির সজল উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় কমিশনার উপ-পরিচালক ডা: লক্ষ্মী নারায়ণ মজুমদারের কক্ষে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে বেগমের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসার বিষয়টি গুরুত্বের সাথে নেয়ার জন্য পরামর্শ প্রদান করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকার সকল নাগরিকের অধিকার নিশ্চিতে বিশ্বাস করে। দরিদ্র-অসহায় মানুষের পাশে দাড়ানোর বিষয়ে সরকার সবসময়ই আন্তরিক তাঁরই উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই আর্থিক অনুদান প্রদান। তিনি ভূক্তভোগী মোছাঃ বেগমের আইনি সহায়তার বিষয়েও নিশ্চয়তা প্রদান করেন।