Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Stakeholder meeting to implement "Minimum Wage Gadget " for "Cotton Textile Sector" declared by government
Details

“কটন টেক্সটাইল” শিল্প সেক্টরের শ্রমিক-কর্মচারীর জন্য সরকার ঘোষিত নিম্নতম মজুরী গেজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট কারখানার মালিক প্রতিনিধিদেরকে নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে অংশীজনসভা অনুষ্ঠিত হয়েছে। সরকার ঘোষিত উক্ত নিম্নতম মজুরী হারের গেজেট বাস্তবায়নের লক্ষ্যে অত্র দপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে দপ্তরের অধিক্ষেত্রাধীন কটন টেক্সটাইল সেক্টরের ২৫ টি গ্রুপের মালিক প্রতিনিধিগণের সাথে আজ (১৮ এপ্রিল ২০২৪) দপ্তরের উপমহাপরিদর্শক জনাব আহমাদ মাসুদ মহোদয়ের সভাপতিত্বে এ অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরী বোর্ড কর্তৃক “কটন টেক্সটাইল” শিল্প সেক্টরের শ্রমিক-কর্মচারীর জন্য সুপারিশকৃত নিম্নতম মজুরীর হারের গেজেট বিগত ০৪ এপ্রিল ২০২৪ তারিখে সরকার কতৃক ঘোষিত হয়। এ মজুরী গেজেট ০১ মার্চ ২০২৪ তারিখ হতে কার্যকর হবে মর্মে সরকার ঘোষণা করে। সে মোতাবেক গেজেট ঘোষিত হওয়ার পরই গেজেটের কপি উপমহাপরিদর্শকের কার্যালয়, ময়মনসিংহ-এর পক্ষ হতে সংশ্লিষ্ট করাখানাসমূহে প্রেরণ করা হয় এবং দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

উক্ত অংশীজন সভায় দপ্তরের অধিক্ষেত্রাধীন নোমান কম্পোজিট টেক্সটাইল লি:, আইডিয়াল স্পিনিং মিলস লি:, বাদশা টেক্সটাইল লি: আকবর কটন মিলস লি:, রিদিশা ব্লেন্ডেড ইয়ার্ন লি:, তানিয়া কটন মিলস লি:, শেফার্ড টেক্সটাইল (বিডি) লি:, তাফরীদ কটন মিলস লি:, প্রেট্রিয়ট স্পিনিং মিলস লি:, গ্লোরী স্পিনিং মিলস লি:, মুলতাজিম স্পিনিং মিলস লি:, বিএসবি স্পিনিং মিলস লিমিটেড, স্কয়ার টেক্সকম লিমিটেড, এন আর জি স্পিনিং মিলস লি:, এম জি কটন মিলস লি:, অর্কিড জিও টেক্সটাইল লি, কনজিউমার স্পিনিং লি:, সীমা স্পিনিং মিলস লি:, বাশার স্পিনিং মিলস লি:, ডেল্টা স্পিনিং লি:, তাল্লু স্পিনিং মিলস লিমিটেডসহ অন্যান্য কারখানার মালিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১৪৮ ও ১৪৯ মোতাবেক নিম্নতম মজুরী গেজেট বাস্তবায়নসহ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ বাস্তবায়নে উপস্থিত সকলকে উপমহাপরিদর্শক জনাব আহমাদ মাসুদ মহোদয় অনুরোধ করেন।

জনাব মো: আব্দুল্লাহ আল মামুন, শ্রম পরিদরশক (সাধারণ) এর উপস্থাপনায় মজুরী গেজেট বাস্তবায়নসংক্রান্ত এ অংশীজন সভায় দপ্তরের পক্ষ থেকে ডা. তাহমিনা ইয়াসমিন, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য), জনাব নন্দন চক্রবর্তী, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য), জনাব সানজিদা সুলতানা, শ্রম পরিদর্শক (সাধারণ) এবং জনাব মোহাম্মদ মোকছেদুল হাসান, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত মালিক প্রতিনিধিগণের মধ্যে জনাব এস এম মোশাররফ হোসেন মিঠু, মহাব্যববস্থাপক, বাদশা টেক্সটাইল লি:, জনাব মো: মনিরুল ইসলাম সিনিয়র ম্যানেজার, এইচ আর এন্ড এডমিন, রিদিশা ব্ল্যান্ডেড ইয়ার্ন লি:, জনাব মো: আনোয়ার হোসেন, ব্যবস্থাপক, এইচ আর এন্ড এডমিন, গ্লোরী স্পিনিং মিলস লি, জনাব মো: রবিউল ইসলাম, ব্যবস্থাপক, এডমিন, মুলতাজিম স্পিনিং মিলস লি:, জনাব জাহিদ হাসান, সিনিয়র এক্সিকিউটিভ, তাফরিদ কনট মিলস লি: অংশীজন সভায় নিজ নিজ কারখানার মজুরী বাস্তবায়ন অগ্রগতি, জ্বালানী ও তুলা আমদানিসংক্রান্ত সংকট তুলে ধরে বক্তব্য রাখেন এবং বিদ্যমান প্রতিকূলতা সত্ত্বেও মজুরী গেজেট বাস্তবায়নসহ প্রচলিত শ্রম আইন বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Attachments
Publish Date
18/04/2024
Archieve Date
18/04/2026