কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, ময়মনসিংহ-এর ই-গভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২১-২২ বাস্তবায়ন টিমের গত ২০ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখের সভার ০১ নম্বর ক্রমিকের সিদ্ধান্ত মোতাবেক ই-গভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২১-২২ এর ৪.১ নং অনুচ্ছেদ মোতাবেক একটি ‘সেবা সহজীকরণ’ উদ্যোগ হিসেবে অত্র দপ্তরের নিচ তলায় বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ নাগরিক, অসুস্থ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও গর্ভবতী নারীদের জন্য One Desk সেবাকক্ষ স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত মোতাবেক উল্লিখিত One Desk সেবাকক্ষ স্থাপন করা হয়েছে।
উল্লেখিত ক্যাটাগরির কোন সেবা প্রত্যাশী অত্র দপ্তরে সেবা গ্রহণ করতে আসলে তাকে উক্ত One Desk সেবাকক্ষের মাধ্যমে সেবা প্রদান নিশ্চিত করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস