Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৪ এর প্রচারণা শুরু
বিস্তারিত

Official Facebook Page of DIFE Mymensingh 

আগামী ২৮ এপ্রিল ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপমহাপরিদর্শকের কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে ট্রাক-শো’র মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। আজ ২৬ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকায়  দপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ ময়মনসিংহ শহরের মাসকান্দায় অবস্থিত দপ্তরের প্রাঙ্গনে এ প্রচার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০১৬ সাল থেকে প্রতিবছর ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপিত হয়ে আসছে। ‘সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ, গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে দিবসের তাৎপর্য, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেইফটির গুরুত্ব ও করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রতিপাদ্য খচিত ব্যানার দ্বারা সুসজ্জিত ট্রাক দিয়ে দিবসের তাৎপর্য বিষয়ক গণসংগীত ও দিবসের স্লোগান বাজিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সুসজ্জিত ট্রাকটি ময়মনসিংহ বিভাগীয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ময়মনসিংহ সদর উপজেলার বিসিক শিল্পাঞ্চল, মুক্তাগাছা ও গৌরিপুর উপজেলার বিভিন্ন সড়ক হয়ে এসব এলাকার কারখানা প্রতিষ্ঠানে গিয়ে প্রচার কার্যক্রম চালাবে। আগামী ২৮ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫ টা অবধি এ প্রচার কার্যক্রম চলবে।




ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/04/2024
আর্কাইভ তারিখ
26/04/2028