সরকার ঘোষিত ৩৮ টি ঝুঁকিপূর্ণ সেক্টরের মধ্যে ইতোমধ্যে এ্যালুমিনিয়াম ও প্লাস্টিক সেক্টরকে শিশুশ্রম মুক্ত করা হয়েছে। স্পিনিং মিল, বিড়ি ও জর্দা তৈরীর কারখানা, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এবং অটোমোবাইল ওয়ার্কসপ এ ৪ টি ঝুঁকিপূর্ণ সেক্টরকে চলতি ২০১৮-১৯ অর্থবছরের মধ্যে শিশুশ্রম মুক্তকরণের নিমিত্তে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বিভিন্ন কারখানা-প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন ও পুনঃপরিদর্শনসহ সংশ্লিষ্ট কারখানা-প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক ও শ্রমিক প্রতিনিধি এবং শিশু শ্রমিকের অভিবাবকদের সাথে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন অব্যাহত রয়েছে।
সরকারী-বেসরকারী কর্তৃপক্ষগুলোর শিশুশ্রম নিরসন ও শিশু বিষয়ক কার্যক্রমসমূহের সমন্বয়ের উদ্দ্যেশ্যে প্রতি ৩ মাস অন্তর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় শিশুশ্রম কল্যান পরিষদ, এই বিভাগের ৪ জেলার সংশ্লিষ্ট জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটিগুলোর সভা আয়োজন করা হচ্ছে।
শিশুশ্রম বিষয়ে স্থানীয় অংশীজনদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলায় বিভিন্ন সময় কর্মশালা আয়োজন অব্যাহত রয়েছে। গত জানুয়ারি ২০১৭ তে ময়মনসিংহে একটি এবং চলতি অর্থবছরের ২২ জুলাই ২০১৮ তারিখে নেত্রকোণায় একটি এ ধরণের কর্মশালার আয়োজন করা হয়েছে।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)