কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, ময়মনসিংহ এর অধিক্ষেত্রে বিদ্যমান প্লাস্টিক, কেমিক্যাল, বিস্ফোরক বা দাহ্য পদার্থের কারখানা, দোকান, গোদাম, প্রতিষ্ঠান ও যে সকল কারখানার উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় সে সকল কারখানার রাসায়নিক পদার্থ সংরক্ষণের জন্য ব্যবহৃত স্টোর, গোদাম বা ওয়্যারহাউস পরিদর্শন পূর্বক আগামী ২৮.০২.২০১৯ খ্রি: দুপুর ১২ ঘটিকার মধ্যে ঐ সব কারখানা, দোকান ও প্রতিষ্ঠানসমূহের নাম, ঠিকানা, মালিক/ব্যবস্থাপকের তথ্যাদি, অবস্থান, পারিপাশ্বিক অবস্থা, নিরাপদ ও কল্যাণমূলক ব্যবস্থা, লাইসেন্স/অনাপত্তিপত্র ও সার্বিক কর্মপরিবেশের উপর তথ্য সংগ্রহ করে করনীয় বিষয়ে সম্পূর্ণ সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে সকল পরিদর্শককে নির্দেশ প্রদান করা হলো।